হ্যাকিং এর নাম শুনলেই অনেকে ভয় লেগে উঠে। কেন, জানি না! আরে আপনি একটু
সর্তক হলেই আপনাকে হ্যাকিং করে কোন হ্যাকার? যত বড় হ্যাকারই হোক না
আপনাকে কিছুই করতে পারবে না, যদি না আপনি সর্তক থাকেন। আপনি সর্তক তো? আজ
আপনার বিপরীতে একটি হ্যাকিং নিয়ে পোষ্ট করছি ।
- প্রথমে এখান থেকে এই পিসিং স্ক্রীপ্টটি ডাউনলোড করে নিন। এই স্ক্রিপ্টটি হল পিসিং এর সর্বশেষ ভার্সন।
- ডাউনলোড করে Extract করে নিন।
- তাহলে তিনটি ফাইল পাবেন।
- এবার ফাইলগুলো my3gb.com এ আপলোড করুন।
- তাহলে নিচের ছবির মতো দেখাবে।
- আর আপনার পিসিং সাইটের লিংকটি হবে এই রকম name.my3gb.com/index.html
- এবার goo.gl এই ঠিকানায় যান ও আপনার পিসিং লিংকে ছোট করে নিন।
- এবার আপনার ছোট করা লিংকটি আপনার ভিকটিমের কাছে পাঠান।
- যখন আপনি এটি পাঠাবেন, তখন ঐ পেইজে যদি আপনার ভিকটিম লগইন করে তার ফেইসবুক একাউন্ট। তাহলে সাথে সাথে উক্ত মেইল আইডি ও তার পাসওয়ার্ড log.txt ফাইলে সেভ হয়ে যাবে।
- এবার আপনি আপনার ভিকটিমের ফেইসবুক হ্যাকিং করুন মনে সুখে, হি..হি…হি…
- আপনি যদি মনে করেন যে এটি আমাদের ফেইক পিসিং স্ক্রিপ্ট তাহলে আপনাকে আমরা ‘না’। এটি কোন স্প্যাম নয়।
কিভাবে পিসিং থেকে নিজেকে রক্ষা করবেন?
- যদি কখনও কোন অপরিচিতি মেইল থেকে তাহলে তার দেয়া লিংকে না যাওয়াই ভাল।
- কোন লিংক আসলে তা ভাল ভাবে পড়ে নিবেন। দেখবেন কোন সমস্যা আছে কিনা।
- আর আপনাকে যদি ফেইসবুকের কোন লিংক দেয়, তাহলে লিংকে গেলেও ভাল ভাবে চেক করে নিবেন তা ঠিক আছে কিনা বা আপনার ব্যবহৃত ফেইসবুকের লগইন পেইজ কিনা।
ধন্যবাদ
Comments
Post a Comment