ফেইসবুকের আইডির সিঙ্গেল নাম

ফেইসবুকে যাদের নাম সিঙ্গেল বা একটি ওয়ার্ড দিয়ে দিতে চান তাদের জন্য পোষ্টটা পড়েন, নাম চেঞ্জ করার দরকার না হলে বিষয়টা জানলেন
আমি মোবাইল আর পিসি দিয়ে কেমনে নাম সিঙ্গেল করবেন আলাদাভাবে দিলাম

প্রথমে মোবাইল---( java সেটের জন্য আর সেম্বিয়ান সেটের জন্য Uc browser java format লাগবে)
নাম সিঙ্গেল করার জন্য UC Browser লাগবেই Opera দিয়ে হবেনা।

তাই আপনার Official Uc (যে কোনো ভার্সন)
Open করে Setting এ যান তারপর Network তারপর Proxy server
যান ১ম বক্সে এটা দিবেন (স্পেস ছাড়া) 118. 98.35.251: 8080

২য় বক্সে দিবেন
m.facebook.com

এবার ফেসবুকে ঢুকে Language -Bahasa (Indonesia) select করুন ।
তারপর আবার sett. & privacy এ গিয়ে General--Name--

১ম বক্সে আপনার কাঙ্খিত Single নেইম দিন এবং সবার নিচের বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ করেন
অপনার কাজ শেষ আপনার Single নাম হয়ে গেছে।
তারপর আবার Language সেটিং গিয়ে English করে দিন।
এইবার অন্যেদের মত আপনার ও নাম সিঙ্গল হয়ে গেছে।

পিসি---
প্রথমে আপনি ফেসবুকের Account setting এ যান । তারপর নিচের দিকে Language অপশন থেকে language চেঞ্জ করুন English(us) থেকে Bhasa Indonesia সিলেক্ট করে সেভ করুন। এ পর্যন্ত মিনিমাইজ করে রেখে দেন আপাতত।

তারপর আপনি আপনার পিসির কন্ট্রোল পেনেলে যান সেখানে Internet Option এ ক্লিক করুন তারপর আপনি যে কানেকশন ইউজ করেন অর্থাৎ ল্যান হলে নিচের মত ল্যান সেটিং এ ক্লিক করুন আর ডায়াল আপ হলে ডায়াল আপে ক্লিক করুন তারপর নিচের মত আইপি এড্রেসে 202. 90.198.78 অথবা 202.138. 232. 114 (স্পেস ছাড়া) এন্ড পোর্টএ 8080 বসান এবং ওকে ক্লিক করে সেভ করুন ।

তারপর আবার ফেসবুকের account setting page এ যান । এখানে ১ম ঘর টাতে আপনি যে সিংগেল নামে নাম চেঞ্জ করতে চান তা দেন এবং বাকি ২ টা ঘর খালি রাখুন । এরপর অল্টার নাম দিলে দিতে পারেন না দিলে নাই । তারপর পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ড দিয়ে simpan parubahan বাটনে ক্লিক করে সেভ করেন তারপর আগের মত ল্যংগুয়েজ টা ইংলিশ করে দিন।
এবার দেখুন আপনার নামটা সিঙ্গেল হয়ে গেছে ।

Comments